Logo

অপরাধ    >>   সীতাকুণ্ডে লোকনাথ মন্দিরের সেবায়েত সুকুমার দাসের ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুণ্ডে লোকনাথ মন্দিরের সেবায়েত সুকুমার দাসের ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুণ্ডে লোকনাথ মন্দিরের সেবায়েত সুকুমার দাসের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকায় লোকনাথ মন্দিরের সেবায়েত সুকুমার দাস (৮০) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি এটি হত্যা না আত্মহত্যা। সুকুমার দাস ওই এলাকার একটি বাড়িতে বসবাস করতেন এবং তাঁর চার ছেলে ও চার মেয়ে রয়েছে। তিনি নিজ প্রতিষ্ঠিত লোকনাথ মন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করতেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সুকুমার দাসের লাশ তার বাড়ির পাশে পুকুরপাড়ে একটি আমলকীগাছের সঙ্গে ঝুলে ছিল।

সুকুমারের মেজ ছেলে ঝন্টু দাস বলেন, “বাবা আত্মহত্যা করতে পারেন না। তাঁকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে।” তাঁর অভিযোগ, জমিজমা নিয়ে পারিবারিক দ্বন্দ্বের কারণে এটি ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সুকুমার দাস মন্দির প্রতিষ্ঠার পর থেকে সেখানে সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিদিন তিনি রাত আটটার মধ্যে রাতের খাবার খেয়ে ঘুমাতে যেতেন এবং ভোরে উঠে মন্দিরে প্রার্থনা করতেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “স্থানীয় বাসিন্দাদের খবরের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তদন্তের জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।” তবে তিনি বিষয়টি রহস্যজনক বলে উল্লেখ করেছেন এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert